Ultimate magazine theme for WordPress.

শিক্ষকদের ফের বদলির সুযোগ

624

শিক্ষকেরা  আবারো বদলির জন্য আবেদনের সুযোগ পাবেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বদলি আবেদনের প্রথম ধাপে উপজেলাতেই সীমাবদ্ধ ছিল।

এবার বদলির আবেদন করা যাবে জেলা ও উপজেলা দুটোতেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রাথমিকের  সহকারি শিক্ষকেরা নভেম্বর মাসেই বদলি আবেদনের সুযোগ পাবেন। বদলি হওয়ার সুযোগও দেওয়া হবে এক্ষেত্রে স্বামী-স্ত্রীকে একই বিদ্যালয়ের । এরআগে শিক্ষক বদলি নীতিমালাতে আবারো সংশোধন আনা হয়। এতেকরে শিক্ষকেরা বদলিতে সুবিধা পান সেই দিক বিবেচনা করে এই পরিবর্তন করা হয়।

নতুন নীতিমালা অনুযায়ী- কোনো বিদ্যালয়ে ৫ জনের কম শিক্ষক থাকলেও বদলির জন্য ওই বিদ্যালয়ের শিক্ষকেরা আবেদন করতে পারবেন। শিক্ষকদের দাবির মুখে সোমবার (১৭ অক্টোবর) বদলির নীতিমালা সংশোধনের এই আদেশ জাতি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।