শিক্ষকদের ফের বদলির সুযোগ
শিক্ষকেরা আবারো বদলির জন্য আবেদনের সুযোগ পাবেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বদলি আবেদনের প্রথম ধাপে উপজেলাতেই সীমাবদ্ধ ছিল।
এবার বদলির আবেদন করা যাবে জেলা ও উপজেলা দুটোতেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রাথমিকের সহকারি শিক্ষকেরা নভেম্বর মাসেই বদলি আবেদনের সুযোগ পাবেন। বদলি হওয়ার সুযোগও দেওয়া হবে এক্ষেত্রে স্বামী-স্ত্রীকে একই বিদ্যালয়ের । এরআগে শিক্ষক বদলি নীতিমালাতে আবারো সংশোধন আনা হয়। এতেকরে শিক্ষকেরা বদলিতে সুবিধা পান সেই দিক বিবেচনা করে এই পরিবর্তন করা হয়।
নতুন নীতিমালা অনুযায়ী- কোনো বিদ্যালয়ে ৫ জনের কম শিক্ষক থাকলেও বদলির জন্য ওই বিদ্যালয়ের শিক্ষকেরা আবেদন করতে পারবেন। শিক্ষকদের দাবির মুখে সোমবার (১৭ অক্টোবর) বদলির নীতিমালা সংশোধনের এই আদেশ জাতি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।