Ultimate magazine theme for WordPress.

ভাগ্য খুলছে নিবন্ধনধারীদের

0 893

এবার ভাগ্য খুলছে নিবন্ধনধারীদের। বেসরকারি শিক্ষক  নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৭০ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চায়।

প্রস্তাবিত ৭০ হাজার শিক্ষকের মধ্যে ৩২ হাজার স্কুল-কলেজে এবং ৩৮ হাজার বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য।

গণবিজ্ঞপ্তির বিষয় নিয়ে গত সোমবার  কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান টেলিটকের  কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এনটিআরসিএ কর্মকর্তারা।

এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান মুক্ত প্রভাতকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। মূলত গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এই প্রস্তাবনা পাঠানো হয়েছে।

তিনি বলেন, স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূণ্য পদের যে তথ্য পাওয়া গেছে, তা নিয়ে কাজ চলছে। এজন্যে একটি সফটওয়ারও প্রস্তুত করা হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলেই ৭০ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চেয়ারম্যান আরো  বলেন, গণবিজ্ঞপ্তির বিষয়টি মূলত শিক্ষা মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। তবে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিলেই খুব দ্রুত সময়ের মধ্যে-ই ৭০ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন-

নিবন্ধনধারীদের জন্য সুখবর

শিক্ষা নিয়ে বিভিন্ন ভাষায় পোস্ট পড়তে ক্লিক করুন এখানে