গুরুদাসপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
গুরুদাসপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস।
গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী।
এসময় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকতৃা ওয়াহেদুজ্জামান প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬ টি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান।
এতে ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘প্রত্যাশিত শহর’ নামের প্রজেক্ট উপস্থাপন করে আলোচনায় এসেছে।